Main Menu

নাসিরনগর শিক্ষা কর্মকর্তার কার্যালয় ৪২শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীর পদ শুন্য

+100%-


প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ৪২জন  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পদ শুন্য রয়েছে বলে শিক্ষা অফিস সুত্রে জানা গেছে । জানা গেছে অত্র উপজেলা ৮০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সমস্ত বিদ্যালয় গুলোর মাঝে প্রধান শিক্ষকের ১৪ টি, সহকারী শিক্ষক ২১ টি মোট ৩৫ টি পদ শুন্য রয়েছে। অপরদিকে সহকারী শিক্ষা কর্মকর্তা ৬ জনে ২ জন কর্মরত থাকলেও  ৪ টি পদ শুন্য রযেছে । তৃতীয় শ্রেণীর ২ টি পদে ২টিই শুন্য । এম এল এস এস ১ টি পদ শুন্য রয়েছে । উপজেলা শিাকর্মকর্তা মোঃ হেমায়েতুল ফারুক জানান  এ সমস্ত পদ শুন্য থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে । সরকার দ্রুত এ সমস্ত শুন্য পদে নিয়োগের ব্যবস্থা করলে খুব তাড়াতাড়ি  এ উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে।


Shares