Main Menu

নাসির নগর ডিগ্রী মহাবিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ।

+100%-
মোঃ আব্দুল হান্নান নাসির নগর (ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধিঃ এবারের এইচ এস সি পরীক্ষায় ব্রাক্ষণবাড়িয়াজেলার নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ।এ বছর উক্ত কলেজ থেকে ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৪২৮ জন পাস করেছে । মোট পাসের হার ৬৬.১৫ । এ প্লাস পেয়েছে মোট ১৭জন । বিজ্ঞানে ৪০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৩৮ জন পাস করেছে। এ প্লাস পেয়েছে ১০জন । পাসের হারদাড়িয়েছে ৯৫তে। মানবিকে ৪০০জন পরীক্ষার্থী  অংশ প্রহণ করে পাস করেছে ২৪১জন। এ প্লাস পেয়েছে ২ জন। পাসের হার ৬০.২৫ ।ব্যবসা শিক্ষা ২০৭ জন অংশ গ্রহন করে ১৪৯ জন পাস করেছে। এ প্লাস পেয়েছে ৫ জন । মোট পাসের হার ৭১.৯৮। অধ্যক্ষ মোঃ  আলমগীর হোসেন জানান ,কলেজে নানা সমস্যা বিদ্যমান থাকার পর ও যে ফলাফল
হয়েছে তা প্রশংসার দাবি রাখে।

Shares