Main Menu

নাসিরনগরে জন্মনিবন্ধীকরন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

+100%-

মোঃ আব্দুল হান্নান:- জন্মনিবন্ধীকরণ দিবস ২০১৩ উৎযাপন উপলক্ষে বুধবার বেলা সাড়ে নয় ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত তথ্য সচিব মোঃ মরতুজা আহমেদ। এ উপলক্ষে সকাল সাড়ে নয় ঘটিকায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জন প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজনের সমন্বয়ে এক বণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মরতুজা আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান লে: অব: মোঃ গোলাম নূর। আলোচনা সভায় তথ্য সচিব জন্মনিবন্ধীকরণের গুরুত্ব ও প্রায়োজনীয়তা তুলে ধরে গন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জন্মনিবন্ধীকণের বিষয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মনিবন্ধ সম্পর্কে জনগনকে সচেতন করতে নির্বাচিত জন প্রতিনিধি শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতি আহবান জানান।






Shares