দশ মামলার আসামী কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতার। এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত আরিছ মিযার পুত্র কুখ্যাত ডাকাত আন্তঃ জেলা ডাকাত চত্রের সদস্য দশ মামলার আসামী আহাদ (৩৫)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আকরাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায় আহাদের বিরুদ্ধে নাসিরনগর, আশ পাশের থানা ও আদালতে চুরি,ডাকাতি,ধর্র্ষন,নারী নির্যাতন, অপহরণ,দস্যুতা, নারী ও শিশু নির্যাতনসহ দশটি মামলা রয়েছে। কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। |
(পরের সংবাদ) নাসিরনগরের দশ মামলার আসামী কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতার »