Main Menu

নাসিরনগর রামপুরে খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ আহত ১০

+100%-
প্রতিনিধি:- রবিবার বেলা এক ঘটিকায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার, গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে, দুই মামলা বাজের উস্কানীতে খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে, দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গ্রামের মামলাবাজ লুম বাদশার ছেলে মোঃ আপন মিয়া ও হাজী মকবুল হোসেনের ছেলে মোঃ শাহ আলমের গোপন উস্কানীতে, আপন ও আসক আলীর দুই পক্ষই এক সাথে খাস জমির ধান কাটতে যায়। ধান কাটতে গিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষে মোঃ হোসেন আলী (২০) ও আসক আলী (৩৫) মারাত্মক আহত হয়। তাদেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে রামপুর গ্রামে দীর্ঘদিন যাবৎ আপন ও শাহ আলম মামলাবাজ বাহিনী মিলে বিভিন্ন লোকজনকে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। তাদের মামলার হাত থেকে রক্ষা পায়নি কলেজ ছাত্র আপন দুই সহোদর মোঃ হারুন মিয়া ও মোঃ খোকন মিয়া। তাদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। গ্রাম বাসী তাদের মিথ্যা মামলা মোকদ্দমা ও অত্যাচারের হাত থেকে পরিত্রান পেতে চায়।






Shares