Main Menu

নাসিরনগরে মিলাদ মাহফিলে দু’পরে সংঘর্ষে ৩০ জন আহত, ১৫ টি সিএনজি ভাংচুর

+100%-


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিলাদ মাহফিলে দু’পরে সংঘর্ষে কমপে ৩০জন আহত হয়েছে। এসময় কমপে ১৫টি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালানো হয়। জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল মিয়ার বাড়ি সংলগ্ন মসজিদে মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে মিলাদের আয়োজন করা হয়। মিলাদ চলাকালে একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের সিরাজুল ইসলাম কণা মিয়া পীর সাহেব ও তার অনুসারীরা ২৫/৩০টি সিএনজি অটোরিক্সা দিয়ে মিলাদ মাহফিলে আসে। মিলাদে এসে মাইক দিয়ে অকথ্য ভাষায় বয়ান দিলে উভয়পরে লোকজনের হাতাহাতি শুরু হয়। পরে হরিপুরের লোকজন একত্রিত হয়ে পীর সাহেব ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় উভয় পরে কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ১২জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় উত্তেজিত জনতা ১৫ টি সিএনজি অটোরিক্সার ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।






Shares