Main Menu

নাসিরনগরে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে এম এল এস এস গ্রেপ্তার

+100%-


প্রতিনিধি:-  ব্রাহ্মণাবড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ সরকারী অর্থ আত্মসাতের অভিযোগের হরিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের এম এল এস এস মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।  ঘটনার বিবরণে জানা গেছে এম এল এস এস আনোয়ারের বাড়ি সরাইর উপজেলার অরুয়াইল গ্রামে। কিছু দিন পূর্বে তিনি যোগ দেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, সে ওই কমপ্লেক্সে যোগদানের পর থেকেই সরকারী বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে অর্থ আত্মসাত করতে শুরু করে। গতকাল একটি পুরাতন ঘরের টিন ও কাঠ বিক্রি সময় জনতা হাতেনাতে ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশে উপ-পরিদর্শক এস আই মোঃ শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বিশেষ তা আইন ও পেনালকোড আইনে মামল হয়েছে। তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের টিন ও কাঠ উদ্ধার করা হয়েছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।






Shares