Main Menu

নাসিরনগরে হেফাজতে ইসলামের সকাল সন্ধ্যা হরতাল পালন

+100%-


মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয়েছে। নাসিরনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা শামছু উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোমিন উদ্দিন ওসমানীর নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক, মসজিদের ইমাম সহ ধর্মপ্রান মুসলমানরা সকাল থেকেই হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েন। ওই সময়ে রাস্তাঘাটে কোনরূপ যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত ছিল জনশূন্য। হরতালকারীরা সকাল থেকেই নাসিরনগর সরাইল মহা সড়ক অবরোধ করে রাখে। ব্লগার ও নাস্তিকদের ফাঁসির দাবীতে হেফজতের ইসলামের হরতালে একাত্ততা ঘোষনা করেন বিজেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও একাধিক বার বিভিন্ন পদক ও সনদ প্রাপ্ত উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান। ওই সময়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের উপজেলা আমির ও ভূবণ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছু উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মাওলানা মোমিন উদ্দিন ওসমানী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রায়হান আহম্মেদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আজিজুল হাসান নূরী, গিয়াস উদ্দিন, হাফেজ হোসাইন আহম্মেদ, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আমির আহম্মেদ, মাওলানা ইসলাম উদ্দিন ফারুখী। অপরদিকে কুন্ডা সংস্থা ব্রিজ সন্নিকটে, কাহেতুরা ও কুন্ডা মাদ্রাসার উদ্যোগে মাওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে পৃথক হরতাল কর্মসূচি পালন করা হয়। ওই সময়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখে মাওলা শাহজাহান সাজু, ডা: জুবায়ের আহম্মেদ (রতন), মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মঞ্জুরুল করিম, মাওলানা হোসাইন আহম্মেদ, হাফেজ ইকবাল, হাফেজ তাফাজুল হক, হাফেজ আব্দু ওয়াহাব প্রমুখ। হরতালকারীরা ব্লগাদের ফাঁসির দাবীতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। তাছাড়াও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহামানের বিরুদ্ধে মিথ্যা ও হরানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। হেফাজতে ইসলামের হরতালকারীরা আমার দেশের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নিলে বা আমার দেশ বন্ধ করে দিলে অন্য সব মিডিয়া ও বন্ধ করে দেওয়া হবে বলে সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন। হরতালকারীরা জানান তাদের দাবী পুরণ না হওয়া পর্যন্ত তারা রাজ পথ ছাড়বেনা।






Shares