Main Menu

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে সম্মাননা পেলেন পীযূষ কান্তি আচার্য

+100%-

প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে এটিএন নিউজের পুর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যকে সম্মাননা দিয়েছে শহীদ ধনু মিয়া স্মৃতি সংসদ  ও ভলাকুট শিা কল্যান ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্টানে এ সম্মাননা দেয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহর সভাপতিত্বে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী।অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো:আবদুল কাদের, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার,মো:আজহারুল ইসলাম প্রমুখ।অনুষ্টানে ১২ জন বীর মুক্তিযোদ্বাকে সংবর্ধনা দেয়া হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।সবশেষে অনুষ্টিত হয়  মুক্তিযুদ্ব ভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্টান ।


Shares