Main Menu

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

+100%-

প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় হওয়ার পর থেকেই দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ ও পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংখ্যালুঘ পরিবার ও সকল শ্রেনীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি অ্যাডভোকেট আদেশ চন্দ্র দেব, পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত, অধ্যাপক সুশান্ত কুমার দাস, সুজিত কুমার চক্রবর্তী, জাসাস নেতা পল্লব চক্রবর্তী, ছাত্রলীগ নেতা শরীফুজ্জামান চৌধুরী সুমন, এস এম বদিউল আশরাফ মুরাদ প্রমূখ। বক্তারা দেশের হিন্দু পরিবারের ওপর হামলা ও তাদের বাড়ি-ঘর,মন্দির ভাংচুরের তীব্র নিন্দা জানান।






Shares