Main Menu

নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-
আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে কেন্দ্রীয়  বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির কার্যালয় চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমরাও খানের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবদলের যুন্ম আহবায়ক আলী আজম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, বিএনপি সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হাসান ভুইয়া,আজিজুর রহমান চৌধুরী, আমিরুল হোসেন চকদার, কৃষকদল সভাপতি হাজী সোনা মিয়া,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা দলের নেত্রী হাসনা হেনা, যুবদল নেতা কামরুল আলম ভূইয়া, সৈয়দ আবু সারোয়ার,জাসাস নেতা শাখাওয়াত হোসেন ভুইয়া, পল্লব চক্রর্বতী ,ছাত্রদল নেতা সৈয়দ নাছির উদ্দিন,এমএ মঈন প্রমূখ।


Shares