Main Menu

ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এখন নাসিরনগরে

+100%-

এম.ডি.মুরাদ মৃধা :: ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এখন নাসিরনগরে। ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাম পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নাসিরনগরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের নতুন যাত্রার সূচনা হয়েছে।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) ১২টায় নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং’র শুভ-উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, ব্যাংক এশিয়ার জেলা কর্মকর্তা গোবিন্দ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাশেম। বক্তব্য রাখেন নাসিরনগর সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, ব্যাংক এশিয়ার জেলা কর্মকর্তা গোবিন্দ কুমার বিশ্বাস আ.লীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, ইউপি সদস্য মোঃ আজদু মিয়া, মোঃ কবির মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান বলেন, গ্রামীণ বৃহৎ জনগোষ্টীকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা এ ব্যাংকে থাকবে বলে আমি আশা করি।

ব্যাংক এশিয়ার জেলা কর্মকর্তা গোবিন্দ কুমার বিশ্বাস বলেন, আমরা পিছিয়ে পড়া সাধারণ মানুষের কথা চিন্তা করে এ কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ ব্যাংকিং কার্যক্রমে সকল ধরণের সুযোগ-সুবিধা থাকবে। রেমিটেন্স গ্রহণ, স্কুল ব্যাংকিং, সঞ্চয়ী ও চলতি হিসাব, কৃষি ঋণ, এসএমই ঋণ, টাকা ট্রান্সফার, বিদ্যুৎবিল, পাসপোর্ট ফি জমা দেয়ার মতো সেবা এ ব্যাংক থেকে পাবেন।






Shares