Main Menu

নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত

+100%-

sweden-ambasador

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি। পরে তিনি নাসিরনগর প্রেসক্লাবে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

জোহান ফ্রিসেল বলেন, হামলার ঘটনা দেখার জন্য আমি নাসিরনগর এসেছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্যে সকলে এক যোগে কাজ করতে হবে। এ ধরনের ঘটনা ঘটা উচিৎ হয়নি। আমরা এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যাতে ভবিষতে এ ধরনের ঘটনা না ঘটে। এ জন্যে সবাইকে এক যোগে কাজ করতে হবে। ঘটনার পর সরকারের ভূমিকার প্রসংশা করে সুইডেন রাষ্ট্রদূত বলেন, ‘সরকার ও আইনশৃঙ্খলা বাহীনি ঘটনার পর অনেককেই আইনের আওতায় এনেছে। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রতি কীভাবে বজায় রাখতে হবে সে পথ খুঁজতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ চন্দ্রদেব, সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী প্রমুখ।

 






Shares