Main Menu

নাসিরনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

+100%-

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর, ২১ ফেব্রুয়ারী॥ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় নাসিরনগরে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী। একুশের প্রথম প্রহরের সূচনালগ্নে (রাত ১২টা ১মিনিটে) শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা  প্রশাসনের পক্ষে সর্বপ্রথম শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী। এরপর পুলিশ প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনসার্জ মো: জাফর,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগ, জাতীয় পার্টি, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল। পুষ্পমাল্যের পর ভাষা শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এদিকে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। এরপর  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,  কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বালক উচ্চ বিদ্যালয়   সহ বিভিন্ন স্তরের  প্রভাত ফেরি নাসিরনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে শহীদ মিনারে সমবেত হয়। এসব সংগঠনের পক্ষে ফুলে ফুলে ভরে দেয়া হয় শহীদ মিনারের বেদি। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ফুল নিয়ে আসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নাসিরনগরের কেন্দ্রীয় শহীদ মিনারে।






Shares