Main Menu

নাসিরনগরে প্রকাশ্যে চলছে জুয়া খেলা, নেপথ্যে স্থানীয় রাজনৈতিক বড় ভাই!!!

+100%-

Uyyujpg_2015-06-13_17 42 31মো: আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের ১৩ টি ইউনিয়নে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী কিছু রাজনৈতিক বড় ভাই,অসাধু চৌকিদার ও থানার সোর্স নামধারী ব্যাক্তিরা প্রতিমাসে জোয়া খেলা থেকে আদায় করছে হাজার হাজার টাকা। জানা যায় জোয়া খেলার সবচেয়ে বড় আসর জমে নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের খেলা এবং সেখানে প্রতিদিন লেনদেন হয় কয়েক লক্ষ টাকা। দ্বিতীয় আসরটি জমে বুড়িশ্বর ইউনিয়নের জৈনক মাস্টারের পুকুর পাড়ে। বুড়িশ্বর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী নেতারা ঐ খেলা থেকে প্রতিদিনের জন্য পুলিশের নাম ভাঙ্গিয়ে নিচ্ছে ৭০০ টাকা করে। প্রতিদিনের খেলা পাহাড়া বাবদ চৌকিদাররা পাচ্ছে ২০০ টাকা করে। তাছাড়াও প্রতিদিন জুয়া খেলার আসর বসে ফান্দাউক গ্রামের শাহাজান মিয়ার বাড়িতে, পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের ছায়েদ মিয়ার বাড়িতে, সিংহগ্রামে স্বাধীন সরকার ও সুবল সরকারের বাড়িতে,চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামের বেনু মিয়ার বাড়িতে ও গারাউক গ্রামের কামাল মিয়ার বাড়িতে তাছাড়াও ভলাকুট ইউনিয়নের বাঘী, ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল,কুন্ডা ইউনিয়নের মহিষবেড় সহ প্রতিটি ইউনিয়নে চলছে জুয়া খেলা। যার ফলে সমাজে দেখা দিচ্ছে নেশা, দারিদ্র, অশিক্ষা, পারিবারিক কলহ- ভাংগন/ বিচ্ছিন্নতা, অভিভাবকহীনতা ও নির্যাতন। এলাকার শান্তিশৃৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসক সহ সমাজের বড় কর্তাদের হস্তক্ষেপ কামনা করছে সমাজের শান্তি প্রিয় মানুষ। এ বিষয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান, “আমরা কিছুই জানিনা”।






Shares