Main Menu

নাসিরনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

+100%-

মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা ::        জেলার নাসিরনগরে পানিতে ডুবে বিজয় সরকার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ মার্চ শনিবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার নিহত বিজয়ের বাবা বাড়ির আঙ্গিনার পরিত্যক্ত বিছরা(ক্ষেত)হতে গর্তকরে বসত বাড়িতে মাটি উঠিয়েছিল। ওই দিন প্রচন্ড বৃষ্টির কারণে গর্তটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সকাল বেলা বিজয় তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে গেলে পানিতে পড়ে যায়। স্কুলে যাবার সময় হলে তার পরিবারের লোকজন খুজতে থাকে। খুজাখুজির একপর্যায়ে পানির গর্তে তার নিতর দেহ ভাসতে দেখে বিজয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত বিজয় সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মহেশ সরকারের ছেলে। নিহত বিজয় সরকার ওই গ্রামের কুঠুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র।

কুঠুই স্কুলের প্রধান শিক্ষক সামসুর রহমান (চলতি দায়িত্ব) বলেন, স্কুলে আসার পর শুনতে পেলাম আমার একজন ছাত্র পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি খুব দুঃখজনক।

ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া জানায়, আমি বিকালে শুনেছি একজন শিশু মারা গেছে। কি ভাবে, কখন মারা গেছে বিস্তারিত শুনিনি।






Shares