Main Menu

নাসিরনগরে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

+100%-

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিন জনসহ মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য অফিস।

আইইডিসিআরের নির্দেশনায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ৭ এপ্রিল দুপুর ১২ টার সময় তাদের এ নমুনা সংগ্রহ করে। ওই ৫ ব্যক্তিকে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে তাদের সেবা প্রদান করতে। তবে কিছু মানুষ গুজব ছড়িয়ে আতংঙ্ক সৃষ্টি করছে। এতে প্রকৃত রোগীরা আড়াল হয়ে যাচ্ছে।

এদিকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড ও দুটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে।






Shares