Main Menu

নাসিরনগরে ‘ওপেন হাউজ-ডে’ অনুষ্ঠিত

+100%-

মুরাদ মৃধা, নাসিরনগর হতে :: পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থানা কমপ্লেক্স ভবন হল রুমে ‘ওপেন হাউজ-ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) নাসিরনগর থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মকবুল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঃ সাজেদুর রহমানে সভাপতিত্বে ও এসআই কাউছার আহম্মেদের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন,উপজেলায় পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম,হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি, প্রেসক্লাবের সহসভাপতি আক্তার হোসেন ভূইয়া,সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা হাকিম রেজা প্রমুখ।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার ফলে পুলিশ প্রশাসনে আজ আমূল পরিবর্তন এসেছে। এখন আর আগের মত পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় না। কিন্তু তারপরও অপরাধ নির্মূল করতে হলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। কাজেই মাদক-জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণে সাংবাদিক, সচেতন মহলসহ সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নেই। স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় উপাসনালয়ে জঙ্গি তৎপরতা, মাদক আর জুয়ার কুফল সম্পর্কে প্রচার প্রচারণা বাড়াতে হবে, এ সম্পর্কে সকলকে অবহিত করতে হবে।

এর পূর্বে উপস্থিত এলাকাবাসীসহ সকলের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। সকলের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনা হয়। আসছে ঈদে মানুষের নির্বিঘ্নে ঘরে ফিরতে পুলিশের সহায়তা চাওয়া হয়। এসময় পুলিশও জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।






Shares