Main Menu

শিক্ষা উপকরণ মেলার জেলা পর্যায়ের আয়োজনে ২য় স্থান অর্জন করছে নাসিরনগর উপজেলা

+100%-

মুরাদ মৃধা,নাসিরনগর হতে: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের শিক্ষা উপকরণ মেলায় (মিনা মেলা) ২য় স্থান অর্জন করেছে নাসিরনগর উপজেলা শিক্ষা অফিস।
জেলার ৯টি উপজেলার শিক্ষক-শিক্ষার্থীরা পাঠ সংশ্লিষ্ট নিজেদের হাতের তৈরি উপকরণ প্রদর্শন করেন এ মেলায়। গতকাল ১৯ মার্চ মঙ্গলবার পিটিআই মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলে শেষে আড়ম্বরপূর্ণ এক পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দুলা। বিশেষ অতিথি কামাল মোহাম্মদ রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), ও মুহাম্মদ আব্দুল মান্নান, পিটিআই সুপার প্রমুখ।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বলেন,উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর বেশ কয়েকদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন উপকরণ তৈরি করে এ মেলায় প্রদর্শন করেন। এ বিজয় তাদের। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ স্থান অর্জনের কৃতিত্ব লাভ করেন।






Shares