Main Menu

নাসিরনগরে ২ ভাইয়ের ঝগড়ায় প্রাণ গেল শিশুর

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শফিকুল ইসলাম ও আক্কাস মিয়া নামের দুই ভাইয়ের ঝগড়ার কবলে পড়ে সাহিদুল নামে ২ মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শনিবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম ও আক্কাস মিয়া আপন দুই ভাই। নিহত শিশু সাহিদুল শফিকুলের ছেলে।

পুলিশ জানায়, সকালে শফিকুল ইসলাম ও আক্কাস মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শফিকুলের স্ত্রী দুই মাসের শিশুকে কোলে নিয়ে দুজনের ঝগড়া থামাতে যায়। তখন আক্কাস মিয়া শফিকুলের স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে শিশুটিও মাটিতে পড়ে আঘাত পায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের ঝড়গা হয়। ছোট ভাই আক্কাসের ধাক্কায় বড় ভাইয়ের স্ত্রী মাটিতে পড়ে গেলে শিশুটিও মাটিতে পড়ে যায়। সাথে সাথে মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।


Shares