Main Menu

নাসিরনগরে ২ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

+100%-

এম.ডি.মুরাদ মৃধা :: প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বিভিন্ন দাবিতে নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শিক্ষকরা তাদের ২ দফা দাবিতে অবিলম্বে বন্ধ থাকা সহকারি শিক্ষক ও প্রদান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান ও সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণ এবং প্রদান শিক্ষকদের ১০ম গ্রেড সহ ক্রসপন্ডিং দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে সহকারি শিক্ষক সমিতির সভাপতি নূর আলম শেখের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ আহমেদ চেীধুরী। অন্যান্যদের মধ্যে রাখেন প্রধান শিক্ষক এ.বি.এম ছালেম,সঞ্জিত কুমার দাস,বিজয় কুমার সরকার, সহকারি শিক্ষক স্বপন সরকার, মো: আশরাফ উদ্দিন,দোলন রাণী রায়, সুরাইয়া বেগম প্রমুখ।


Shares