Main Menu

নাসিরনগরে স্থানীয়দের অর্থায়নে স্কুলে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরস্থাপন

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ  ৫২’র ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু করল উপজেলার তুল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
৫ সেপ্টেম্বর বুধবার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরস্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা। এসময় এসএমসি,পিটিএ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শহীদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা শ্যামল চন্দ্র রায় জানান, অমর ২১ সহ বিভিন্ন জাতীয় দিবসে অস্থায়ী ভাবে ইটের তৈরি কৃত্তিম শহীদ মিনার বানিয়ে শহীদদের এতদিন যাবৎ শ্রদ্ধা জানিয়ে আসছে স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ। স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের প্রয়োজনয়ীতার বিষয়টি সভা ডেকে গ্রামবাসীর কাছে উপস্থাপন করলে সকলে উৎসাহব্যঞ্জক সাড়া প্রাদান করেন। এ গ্রামের সুশান্ত দাস,প্রিয়তোষ দাস,ছোয়াব উদ্দিন,এ্যাডঃ মুজিবুর রহমান,রঞ্জিত চন্দ্র রায়, কেশব চন্দ্র দাস, হরিমোহন দাসসহ বেশকিছু দানশীল ব্যাক্তি সর্বাগ্রে এগিয়ে আসেন। তারা আর্থিক সহায়তা সহ একাজে সার্বিক সহযোগিতা করছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আলফাজ মিয়া বলেন, বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হলেও এতদিন আমাদের শহীদ মিনার ছিলনা। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে শহীদ মিনারের নির্মাণ কাজ শেষ হলে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে।






Shares