Main Menu

নাসিরনগরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে সাংবাদিকরা।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) নাসিরনগর উপজেলা শহীদ মিনার সংলগ্ন সড়কে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন। নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আজিজুর রহমান চৌধুরী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

এ ছাড়াও নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সমকাল প্রতিনিধি মুরাদ মৃধা, প্রদীপ কুমার দেবনাথ, মনির হোসেন, কুমার প্রদীপ, নিহারেন্দু চক্রবর্তী, মিহির দেব, সোহাষ চক্রবর্তী উপস্থিত ছিলেন। মানবন্ধনে অংশ গ্রহণকারী সাংবাদিকরা বলেন,আখাউড়া উপজেলার মেয়র ও যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজল, তার ভাইসহ সমর্থকদের নানা অনিয়ম দূর্নীতির প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করায় সাংবাদিক বিজনকে হত্যার হুমকি দিয়েছেন। সেই সাথে হত্যার বাজেট দেড় কোটি টাকাও উল্লেখ করেছেন। পরের দিন মানবজমিনের কয়েকশত পত্রিকা ছিনতাই করে কাজলের বাড়িতে নিয়ে পুড়ে ফেলেছেন তাঁর সমর্থকরা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় অভিযোগ করেছেন সাংবাদিকরা। দ্রুততম সময়ের মধ্যে হুমকি দাতাদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রী যখন দূর্নীতি বিরোধী অভিযানকালে নিজ দলের নেতা কর্মী ও স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশংশা কুড়াচ্ছেন। সেই সময়ে কাজল নিজের দূর্নীতি ও অপকর্মকে ধামা চাপা দিতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিককে দিচ্ছেন হত্যার হুমকি। কাজল গণমাধ্যমের কন্ঠ চেপে ধরার চেষ্টা করছেন। এ নেক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরনগরের সাংবাদিকরা।






Shares