Main Menu

নাসিরনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

+100%-

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এবারের জাতীয় মৎস্য সপ্তাহের “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নাসিরনগর  উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ৭ দিনের কর্মসূচির আলোকে শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত হয়।

 উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার। প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সহ সভাপতি আক্তার হোসেন ভূঁইয়া,  বাংলাদেশ সাংবাদিক সমিতির নাসিরনগর শাখার সভাপতি মো. আব্দুল হান্নান, সমকাল নাসিরনগর প্রতিনিধি মুরাদ মৃধা, যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন প্রমুখ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহব্যাপী কর্মসূচি সাংবাদিকদের নিকট তুলে ধরেন।


Shares