Main Menu

নাসিরনগরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এসআই মইনুল ইসলাম।
নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে।রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুনের পারিবারিক আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে ইলেকট্রিকের কাজ করছিলো শাহিন। করোনাভাইরাসের কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ নভেম্বর পুনরায় কাজ শুরু করেন শাহিন। আজ দুপুরে কাজ করার সময় মসজিদে ব্যবহৃত রড ইলেকট্রিক মেশিন দিয়ে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদটি আমাদের পারিবারিক মসজিদ। করোনাভাইরাসের আগেই এখানে নির্মাণ কাজ শুরু হয়। পরে করোনার কারণে কাজ বন্ধ হয়ে যায়। আজ কাজ শুরু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মারা যায়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন,শাহিন আতুকুড়া গ্রামের একটি পারিবারিক মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।


Shares