Main Menu

নাসিরনগরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নাসিরনগরে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী। গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যেগে সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।
গত ১৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই যদি অন্তত ১ (এক) টি করেও বৃক্ষ রোপণ করেন তাহলে দেশব্যাপী কমপক্ষে ৪ (চার) লক্ষ বৃক্ষরোপণ করা সম্ভব।
নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা এ প্রতিনিধিকে জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মতে উপজেলার প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী স্বতস্ফূর্ত ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগাবেন।
নাসিরনগর উপজেলা ৬২৪ জন সহকারী শিক্ষক ৬৫ জন প্রধান শিক্ষক ৫১ জন কর্মচারী মিলে ৭৪২ টি, শিক্ষা অফিস ৭টি,ইউআিরসি ৩টি,আনন্দস্কুল ১১৮টি,কিন্ডার গার্টেন ৮০টি,এফআই বিডিবি স্কুল ৭০টি,ব্রাক স্কুল ২৬টি সহ মোট ১০৪৪টি গাছ লাগানো হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন,ইউআরসি ইসট্্রাক্টর, মোঃ শাহাজান ভূইয়া, সরকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া,মোঃ রবিউল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান,মোঃ আলমগীর হোসেন,ট্্েরনিং কোঅর্ডিনটর(রক্স),আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক মোঃ শাহআলম সহ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।






Shares