Main Menu

নাসিরনগরে কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে পুলিশের মাইকিং

+100%-

মুরাদ মৃধা, নাসিরনগর:: কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে নাসিরনগর থানা পুলিশ দিনভর মাইকিং করেছে। যদি কেউ ওই নিয়োগে ঘুষ লেনদেন করে এবং বিষয়টি তথ্য প্রমাণসহ দিতে পারলে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা মাইকে প্রচার করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের নির্দেশে কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে সতর্ক করে এ মাইকিং করা হয়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, যখনই পুলিশে নিয়োগ আসে তখনই একটি প্রতারক চক্র সহজসরল মানুষের কাছ থেকে চাকরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতেই এ মাইকিংয়ের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বাছাই থেকে শুরু করে পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।






Shares