Main Menu

নাসিরনগরে এবার বিদ্যুৎ পেল দক্ষিণ সিংহগ্রাম

+100%-

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে : স্বাধীনতার ৪৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দুটি গ্রামে ৬৮৪টি পরিবার বিদ্যুতের সংযোগ পেল। শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলায় দক্ষিণ সিংহগ্রামে স্থানীয় সাংসদ বি এম ফরহাদ হোসেন(সংগ্রাম) বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্ধোধন করেন।
উপজেলার দক্ষিণ সিংহগ্রামের বিজয়লক্ষী জুনিয়র হাই স্কুল মাঠে স্থানীয় পরেশ সরকারের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছউদ পারভেজ মজুমদার, উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার, বিজয়লক্ষী জুনিয়র হাই স্কুল প্রধান শিক্ষক পৃথিত রঞ্জন পৌদ্দার, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ।

উপজেলা পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রাম ও আলাকপুর গ্রামের প্রায় পাঁচ হাজার লোক বসবাস করেন। এ দুই গ্রামে প্রায় এক হাজার পরিবার রয়েছে। দুই গ্রামের মোট ৬৮৪জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এর মধ্যে আবাসিক সংযোগের সংখ্যা ৬৩৬, বাণিজ্যিক ৩৮, সিআই ৮জন, এসটিডব্লিউ ১জন ও একটি শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫৬২জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম নজরুল ইসলাম বলেন, এক কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে নয় দশমিক ১৯৩ কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়। তবে শনিবার পর্যন্ত উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দুটি গ্রামে ৫৬২জন গ্রাহককে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। বাকিরা পর্যায়ক্রমে সংযোগ পাবে।

সাংসদ বি এম ফরহাদ হোসেন(সংগ্রাম) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় নাসিরনগরের দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই নাসিরনগরকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে।

বিজয়লক্ষী জুনিয়র হাই স্কুল প্রধান শিক্ষক পৃথিত রঞ্জন পৌদ্দার বলেন, স্বাধীনতার পর এই প্রথম গ্রামে বিদ্যুৎ সংযোগ পেয়েছি। গ্রামের লোকজন অনেক আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের কাছে গ্রামবাসী অনেক কৃতজ্ঞ।






Shares