Main Menu

নাসিরনগরে ইভটিজার কে এক বছরের কারাদন্ড

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃজেলার নাসিরনগরের সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামের এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কর্তৃক মোঃ ওবায়দুল নামের এক ইভটিজার কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

পরিবার ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার নাসিরনগরের সদর ইউনিয়নের ধনকুড়া গ্রামের আলীরাজার কিশোরী মেয়ে রিনা(১৪) কে মোঃ ওবায়দুল(৩৫) সহ ৪/৫ জন বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। ১৩ এপ্রিল মোঃ ওবায়দুল সহ ধনকুড়া গ্রামের কিছু যুবক কিশোরী রিনার বাড়ির আশে পাশে ঘুরা ঘুরি করতে থাকলে রিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

এই দিন সন্ধ্যায় রিনাকে উত্ত্যক্ত করার সময় ধনকুড়া গ্রামের ইমরান ও শফিক ওবায়দুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীকে সংবাদ দিলে তিনি সঙ্গীয় ফোর্স বাবুল বেগ সহ ঘটনা স্থলে এসে মোঃ ওবায়দুলকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। মোঃ ওবায়দুল ব্রাহ্মণবাড়িয়া জেলার শেন্দ গ্রামের আলী মিয়ার ছেলে।






Shares