Main Menu

(Untitled)

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থান ও পূণর্বাসনের মাধ্যমে গোটা উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণের লক্ষ্যে কাজ করছেন সরাইল উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে গত বুধবার সন্ধ্যায় শাহজাদাপুর ও শাহবাজপুর ইউনিয়নে ভিক্ষুক মুক্তকরণ সভা হয়েছে। শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের মাঠে চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন ও শাহবাজপুর ইউপি মিলনায়তনে চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির সভাপতিত্বে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

সরাইল উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীর ১ দিনের বেতনের টাকায় করা ফান্ড থেকে সেখানকার ভিক্ষুকদের মধ্যে ছাগল, হাঁস মুরগী ও ছোট দোকান করার জন্য নগদ টাকা প্রদান করেন ইউএনও। ভিক্ষুক মুক্তকরণ কাজকে শতভাগ সফল করতে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও সংগঠন গুলিকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বক্তারা।






Shares