Main Menu

সরাইলে ৭ দাঙ্গাবাজের সাজা

+100%-

মোহাম্মদ মাসুদ ::সরাইলে সাত দাঙ্গাবাজকে অর্থনৈতিক জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। গতকাল শনিবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া ও রাজাপুর গ্রাম থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে এ সাজা দেওয়া হয়েছে। পুলিশ ও নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার বিকালে কাকুরিয়া গ্রামের গোলাম ফারুক এবং সাবেক ইউপি সদস্য সুন্দর আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে এস আই বোরহান, হাবিলদার জীবন সহ উভয় পক্ষের অন্তত: অর্ধশতাধিক লোক আহত হয়। সন্ধ্যার পর ওই গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে। গতকাল সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও তিন জনকে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো- কাকুরিয়া গ্রামের জিন্নত আলীর ছেলে সুজন মিয়া (৩০), ধন মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৫), উসমান মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৮), মহব্বত আলীর ছেলে দানা মিয়া (৩২), মোঃ ফরহাদ মিয়া, রাজাপুর গ্রামের আবদুল করিম ও গোলাপ মিয়া।






Shares