Main Menu

সরাইল হাসপাতালকে দালাল মুক্ত ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষনা

+100%-

মোহাম্মদ মাসুদ ::সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সকে শতভাগ দালাল মুক্ত ও উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বর্তমান সেবার মানের প্রশংসা করে তিনি এলাকার গরীব অসহায় মানুষদের চিকিৎসায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান চিকিৎসকদের। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের মাসিক সভায় এমপি সেবিকা ও এ্যাম্বুলেন্স সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ নোমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সভাপতি ও প্রধান অতিথি ছিলেন এমপি জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মুসা খান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন, আ’লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, সুকের পরিচালক মোঃ মোমিন হোসেন, জাতীয় পার্টির নেতা এমদাদুল হক মৃধা ছালেক, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, সাংবাদিক মোঃ শফিকুর রহমান ও দৈনিক মানবজমিনের সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান বাবুল। সভায় বক্তারা ডাক্তারদের বর্তমান সেবার ভূয়োশী প্রশংসার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পঞ্চাশ শয্যার এ হাসপাতালে ৩৩ জন চিকিৎসক থাকলেও সেবিকা সংকট চরমে। গত ৫-৬ বছর এখানে নেই এ্যাম্বোলেন্স। ফলে গুরুতর ও আশঙ্কাজনক রোগীদের নিয়ে দূর্ভোগ এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৪ জন সেবিকার পদ থাকলেও আছে মাত্র ৬ জন। ফলো ভর্তিকৃত রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। ছুটি এবং প্রশিক্ষণে চলে গেছে ৪ জন সেবিকা। তাই বর্তমানে মাত্র একজন দিয়েই চলছে হাসপাতাল। এ ছাড়া সকাল দশটার পর দালালদের দাপটে রোগী ও চতুর্থ শ্রেণীর কর্মচারী চিনার উপায় থাকে না। দালালদের দখলে থাকা হাসপাতালে অজপাড়া গাঁ থেকে আসা রোগীরা তখন হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির সমূহীন হয়। এ ঘটনা ও এখন নিত্য নৈমিত্তিক। সভায় বিভিন্ন দোকানে সরকারি কনডম অবাধে বিক্রির বিষয়ে আক্ষেপ করা হয়। গ্রামাঞ্চলের সাব সেন্টার গুলোর বর্তমান সেবার মানের প্রশংসা করে বক্তারা চিকিৎসকদের ধন্যবাদ জানান। সবশেষে এমপি মৃধা মহান এ পেশাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, দালালদের বিরোদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের অসহায় লোকদের চিকিৎসা সেবায় আরো মনোযোগী হন। আল¬াহ আপনাদের সহায় হবে। এ্যাম্বুলেন্স সহ অন্যান্য সকল সমস্যা সমধানের জন্য আমি চেষ্টা করব।






Shares