Main Menu

সরাইলে ভয়াবহ অগ্নিকান্ড। সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বেকারীতে গভীর রাতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। পুড়ে ছাঁই হয়ে গেছে বেকারীর প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল। সর্বস্ব খুঁইয়ে পথে বসে গেছেন বেকারী মালিক কাজী আমিনুল ইসলাম শেলভী। গত সোমবার গভীর রাতে প্রাত:বাজারের নিউ মধুবণ বেকারীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বেকারী মালিক ও কর্মচারীরা জানায়, গত সোমবার ঈদের ছুটি দেওয়া হয় বেকারী কর্মচারীদের। দুইজন কর্মচারী ছিল বেকারীতে। তারা সকল কাজ শেষ করে ছোলার পাশে তৈরী মালের কক্ষে ঘুমিয়ে পড়ে। বন্ধ ছিল গ্যাসের লাইন। ছিল না বিদ্যুত। রাত দুইটায় আগুনের ভয়াবহ শব্দে ঘুম ভাঙ্গে ওই দুই কর্মচারীর। ঘুম থেকে জেগে তারা দেখে চারিদিকে শুধু আগুন। তাদের আর্তচিৎকারে বেকারী মালিক ও আশ পাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ গ্রহন করেন। তাদের তিন ঘন্টার প্রাণপন চেষ্টায় ও বৃষ্টির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। শেষের দিকে তাদের সহায়তা করতে আসে জেলা ফায়ার সার্ভিসের একটি টীম। ততক্ষণে পুঁড়ে ছাঁই হয়ে গেছে বেকারীতে রক্ষিত দেড় লক্ষাধিক টাকার তৈরী মালামাল, সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক বস্তা ময়দা ও টিনশেড ঘরের অর্ধেকেরও বেশী টিন। বেকারী মালিক যুবলীগ নেতা কাজী আমিনুল ইসলাম শেলভী বলেন, এটা নাশকতা। আমার কর্মচারীর সাথে বেকারীর পাশের এক বাসিন্ধার ঝামেলা ছিল। বিষয়টি নিস্পত্তি ও হয়েছে। নিস্পত্তির চার দিন পর বেকারীতে লোক না থাকার সুযোগে তারাই রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। আমাকে তারা পথে বসিয়ে দিয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, বেকারী মালিকের পক্ষ থেকে এখনো ধরনের অভিযোগ পায়নি। তবে আমরা এ বিষয়ে একটি সাধারন ডায়েরী করে রেখেছি।


Shares