Main Menu

উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালকের মটর সাইকেল চাপায় সাইকেল আরোহী নিহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ঃ সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহমানের গাড়ি চালক মোঃ হেলাল মিয়ার (২৭) মটর সাইকেল চাপায় মোঃ আতর আলী (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের সরাইল হাসপাতালের ফটকের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আতর আলী বাইসাইকেল চালিয়ে কালিকচ্ছ থেকে সরাইল উপজেলা সদরে আসতেছিল। একই দিক থেকে নাম্বার বিহীন ১৫০ সিসি এফ জেট ব্রান্ডের একটি মটর সাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল হেলাল। একটি সিএনজি অটোরিকশাকে অভারটেক করে পেছনের দিক থেকে সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আরোহী আতর আলী মাটিতে লুটিয়ে পড়েন। হেলালের মটর সাইকেলটি আতরের মাথার উপর দিয়ে চলে যায়। দুইকান ও নাক দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই নিহত হন আতর আলী। দূর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায় চালক হেলাল। লোকজন আতর আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। জনতা মটর সাইকেলটি আটক করেছে। নিহত আতর আলীর বাড়ি কালিকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামে। হেলাল মিয়া নোয়াগাঁও ইউনিয়নের চওড়াগোদা গ্রামের ইউপি সদস্য তাজুল ইসলামের ছেলে।






Shares