Main Menu

বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুত না থাকায় সরাইল পিডিবি অফিস ভাংচুর, কার্যক্রম বন্ধ

+100%-


মোহাম্মদ মাসুদ : বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুত না থাকায় দফায় দফায় সরাইল পিডিবি অফিস ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ফুটবল দর্শকরা। গত বুধবার রাত ১০টার পর সরাইল পিডিব অফিসে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ লোকজনের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া- পাল্টা ধাওয়া হয়েছে। ক্ষোভে অফিসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, গত বুধবার বিকেল থেকেই সরাইল সদরে বিদ্যুত ছিল না। রাত ১০টায় ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা। সন্ধার পর থেকে রাত ১০টা পর্যন্ত ছিল লোডশেডিং। তখনই বিদ্যুতের জন্য খেলা না দেখতে পারার টেনশনে ভুগছিল ফুটবল পাগল দর্শকরা। খেলা শুরু হয়ে ১০ মিনিট চলে যাওয়ার পর ও বিদ্যুত নেই। তখন সরাইলের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবীতে শুরু হয় খন্ড খন্ড মিছিল। পিডিব অফিসের সামনের সড়কে অবস্থান নেয় পুলিশ। সাড়ে দশটায় বিদ্যুত এসে আবার পাঁচ মিনিট পর চলে যায়। আরো উত্তেজিত হয়ে পড়ে লোকজন। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিট চলে গেলেও বিদ্যুত আসেনি। তখন দেড়/দুই শতাধিক কিশোর ও যুবক মিছিল করতে করতে গিয়ে বিদ্যুত অফিসে দফায় দফায় হামলা চালায়। হামলায় অফিসের চারিদিকের জানালার গ্লাস ভেঙ্গে চুরমার করে ফেলে। অফিসের ভিতরেও নিক্ষেপ করে ইট পাটকেল। ভেঙ্গে ঘুড়িয়ে দেয় অফিসের বাঁশের তৈরী তিনটি মই। এ সময় বিক্ষুদ্ধ লোকজনের সাথে সংঘর্ষ বেধে যায় পুলিশের। অনেক্ষণ চলে পুলিশ ও উত্তেজিত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে এসে ভাংচুরের দৃশ্য দেখে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন স্থানীয় কর্তৃপক্ষ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, পিডিবি অফিসে হামলা ঠেকাতে কয়েকজন পুলিশ ছোটখাট ব্যাথা পেয়েছে। উল্লেযোগ্য কোন আহত হয়নি। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরন বিভাগ) মোঃ মোশাররফ হোসাইন বলেন, খেলা চলাকালে আধা ঘন্টা বিদ্যুত ছিল না। তাই এলাকার ছেলেরা অফিস ভাংচুর করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। তিনি উত্তেজিত হয়ে বলেন, এতে আমার কোন ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে সরাইলের। এটা কি গুলশান বনানী ? এর চেয়ে ভাল সেবা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।  


Shares