Main Menu

জমি ফেরত না পেলে অরুয়াইল পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হবে..পুলিশ সুপার

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পি পি এম বলেছেন সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ৪৪ শতাংশ সরকারি জমি দখলদারদেরই ফেরত দিতে হবে। ওই জমি ফেরতের জন্য পুলিশ কোন উদ্যোগ নিবে না। প্রয়োজন হলে অরুয়াইল থেকে পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হবে। মঙ্গলবার সরাইল থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান,সহকারি পুলিশ সুপার শাহ আলম বকাউল, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ,ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক মো. বদর উদ্দিন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চুন্টা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পানিশ্বর ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এস আই) মো. কামরুজ্জাসান। 






Shares