Main Menu

সরাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

+100%-


মোহাম্মদ মাসুদ , সরাইল
সরাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার  দুপুরে সরাইল সদর ও কালিকচ্ছ বাজার এলাকায় চার ঘন্টা ব্যাপি চলে এ অভিযান। নির্বাহী কর্মকর্তার দফতর ও পুলিশ জানায়, দীর্ঘ দুই বছরের ও অধিক সময় ধরে সরাইল সদর সহ আশ পাশের এলাকায় সড়কের ফুটপাত ও সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে যাচ্ছে এক শ্রেণীর দখলবাজরা। এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিরা মাসিক মাসোয়ারার বিনিময়ে অবৈধ দখলদারদের সহযোগিতা করার এন্তার অভিযোগ রয়েছে। ফলে সড়ক সরু হচ্ছে। যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পথচারীরা দূর্ভোগ পোহাচ্ছেন নিত্যদিন। স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে পথ চলতে পারছে না। শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিনই বিড়ম্বনায় পড়ছেন মহিলা অভিভাবকরা। মাদক বিক্রি, সেবন সহ নানান অপরাধ কার্যক্রম পরিচালনা হচ্ছে এ সব দোকান থেকে। অনেক দোকানে বসে গভীর রাতে ডাকাতদের বিভিন্ন সিগনাল দেয়ার অভিযোগ রয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা সভায় অর্ধশতাধিক বার এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবী জানিয়ে আসছেন সদস্যরা। অবশেষে ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদের উপস্থিতিতে সরাইল ও কালিকচ্ছ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন। তবে প্রশাসন চলেযাওয়ার পর ওইদিন বিকেল বেলায় কালিকচ্ছ বাজারের একাধিক দোকানি দোকান খুলে বসেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, সরকার ও জনগনের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






Shares