Main Menu

সরাইলে আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

+100%-


মোহাম্মদ মাসুদ ,    
সরাইলে ধান চুরির মামলার আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীনি শিরিন সূলতানা (২৫) তার স্বামী ও বৃদ্ধ মাতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে। উপজেলার পাকশিমুল গ্রামে গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে। গত বুধবার শিরিনের বৃদ্ধ মাতা মুল্লুকজান বাদী হয়ে আকবর আলীকে (৩৫) প্রধান আসামী করে মোট আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরুধের জের ধরে আকবরের নেতৃত্বে তারা জমির ধান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শিরিন সূলতানা (২২) বাদী হয়ে আকবর (৩৭) ও আজিজ (৩৫)সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত সোমবার রাতে এস আই আবু বকর সিদ্দিক মামলা তদন্ত করতে ওই গ্রামে যান। রাত সাড়ে এগারটায় তদন্ত কাজ শেষ করে তিনি চলে আসেন। পুলিশ গ্রামে যাওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়। ওইদিন ভোর রাতে আকবর ও আজিজের নেতৃত্বে ১০/১২ জন যুবক শিরিনদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্র ব্যবহার করে বাদীনি শিরিন, তার স্বামী লিটন (৩০) ও বৃদ্ধা মাতা মুল্লুকজান (৬৫) পিটিয়ে গুরুতর আহত করে। যাওয়ার দ্রুত মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিরিনের মাতা মুল্লুকজান বাদী হয়ে আকবর সহ আট জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামালা করেছেন।



« (পূর্বের সংবাদ)



Shares