Main Menu

সরাইলে সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক,আটক-৭

+100%-

সরাইল,প্রতিনিধি :: সরাইলের ভূইশর গ্রামে ইরি জমিতে সেচের পানি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্টির সংঘর্ষে ৮ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। গ্রামবাসী ও পুলিশ সুত্র জানায়, জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভূইশর গ্রামের চান্দের গোষ্টির ফায়েজুল্লাহ  ও পাতাইরাহাটির হেবজুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ রাতে ফায়েজুল্লাহর সেচ পাম্পটি চুরি হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে পাম্প চুরির বিষয়টি সর্দারদের জানিয়ে বাড়ি ফিরছিলেন ফায়েজুল্লাহর স্বজন বাবু মিয়া। পথিমধ্যে বাবুকে প্রতিপক্ষের লোকজন মারধোর করে গুরুতর আহত করে।এ ঘটনাকে কেন্দ্র করে উভযপক্ষের দেড় শতাধিক দাঙ্গাবাজ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রামের ৮/১০ টি বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট হয়।

খবর পেয়ে সরাইল থানা ও অরুয়াইল ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে ২২ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়। টানা ৩ ঘন্টার এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।  

আহত পুলিশ সদস্যরা হলেন -এসআই ইশতিয়াক,কামরুজ্জামান,আবু বক্কর সিদ্দিক,এএসআই মো: কবিরুল,কনষ্টেবল শাহজালাল ও মেহেদী হাসান।

সরাইল থানার ওসি আলী আরশাদ জানান,পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।






Shares