Main Menu

সরাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। উপজেলা সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিরোধী মঞ্চ দিবসটি উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি অধ্যাপক বায়তুল হোসেন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ । সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস কে ইউসুফের সঞ্চালনায় সভায় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন সরাইল উপজেলা তরুন লীগের আহবায়ক তৌফিক আহমেদ তফছির , ছিদ্দিক আহমেদ নাছির সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব , যুব নেতা মিজানুর পারভেজ, ন্যাপ সম্পাদক আব্দুল জব্বার , প্রভাষক জাফর আহমেদ আকছির , কমিউনিষ্ট লীগ আহবায়ক আবদুস সুবহান মাখন,মুক্তিযোদ্ধা নুর কুতুবুল আলম , আওয়ামীলীগ নেতা রহমত আলী শাহ্, জেলা ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি ওমর আলী , জাসদ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছির প্রমূখ। সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধপরাধীদের বিচার কার্যকর করার দাবী জানান।






Shares