Main Menu

সরাইলের বাড়িউড়ায় সিএনজি ও পাজেরোর মুখোমুখি সংঘর্ষ, নিহত পাঁচ

+100%-

 

মো. মাসুদ : বৃহষ্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িউড়ায় মাইক্রোবাস ও সিএনজি অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫জন নিহত হয়েছে। এসময় মহাসড়কের প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জানা যায়, দুপুর আড়াটার দিকে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাড়িউড়া নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক সহকারী এখলাসুর রহমান (৩৫), তার স্ত্রী ঝরনা বেগম (২৫), দুই শিশুসহ ঘটনাস্থলেই ৫জন মারা যায়। নিহতরা তাদের গ্রামের বাড়ি সরাইল উপজেলার আখিতারা গ্রামে যাচ্ছিলেন। দুর্ঘটনার ফলে ওই মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশ্বরোড হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।


Shares