Main Menu

সরাইলে বিশ প্রার্থীর তের জনের জামানত বাজেয়াপ্ত

+100%-

মোহাম্মদ মাসুদ,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে বিশজন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেছিলেন। জামানত হারিয়েছেন তের জন প্রার্থী। আওয়ামীলীগের বিদ্রোহী ও বহিস্কৃত প্রার্থী জয়লাভ করে তাক লাগিয়ে দিয়েছেন। উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ১২৯। চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন ও মহিলা পদে ৪ জন প্রতিদ্ধন্ধিতা করেছেন। চেয়ারম্যান পদে বিএনপি’র এ্যাডভোকেট আবদুর রহমান (কাপ-পিরিচ) ৩৯ হাজার ৭৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ওছমান উদ্দিন আহমেদ খালেদ পেয়েছেন (মোটরসাইকেল) ১৮ হাজার ৭৫৯ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামীলীগের বিদ্রোহী ও দল থেকে বহিস্কৃত প্রার্থী মোঃ শের আলম মিয়া (মাইক) ২৯ হাজার ৯০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি ইসলামী ঐক্যজোটের লাল বাদশা (মাইক) পেয়েছেন ২৭ হাজার ১৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র মোছাঃ তাহমিনা আক্তার (প্রজাপতি) ৩৬ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্ধন্ধি আওয়ামীলীগের রোকেয়া বেগম (হাঁস) পেয়েছেন ২৫ হাজার ১৮২ ভোট। তিন পদে ১৩জন প্রার্থী হারিয়েছেন জামানত। এরা হলেন- চেয়ারম্যান পদে বিলকিস বেগম (৪৭৮), মোঃ এস এ এম আল-আমীন আরেফিন (১৫২২), মোঃ কুতুব উদ্দিন (৫৩৪৬), মোঃ জয়নাল উদ্দিন (২৪৯৮), মোঃ তাজুল ইসলাম ভূঞা (২২৮), মোঃ মুখলেছুর রহমান (১১৯০০)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আবু সুফিয়ান সিদ্দিকী (১১৩২০), জহির উদ্দিন আহমেদ (৩১৪), মোঃ ইসহাক (৯৬০১), মোঃ জয়নাল আবেদীন রাজু (৫২৬৩), মোঃ শাহজাহান মিয়া (৮৩৫৭) ও মহিলা পদে মোছাঃ শিরিনা আকতার (৮৩০৯)। সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, একজন প্রার্থীকে তার জামানত ফেরত পেতে হলে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট অবশ্যই পেতে হবে। 






Shares