Main Menu

সরাইলে আগুনে পুড়ে তিন গাভীর মৃত্যু পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

+100%-

মোহাম্মদ মাসুদ,
সরাইলে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের গরুর ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। পুড়ে মৃত্যু হয়েছে তিনটি গাভী ও অনেক গুলি হাঁস মুরগির। জীবিত দুইটি গাভীর অবস্থাও আশঙ্কা জনক। অগ্নিকান্ডে কৃষকের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার কুট্রাপাড়া গ্রামে মৃত আবদুল মওলার বাড়িতে এ ঘটনা ঘটেছে। কৃষক আবদুল জালাল এখন দিশেহারা। গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার সূত্রে জানা যায়, জালালের সংসারে আয়ের একমাত্র উৎস ছিল পাঁচটি গাভী। অন্যান্য দিনের মত গত বৃহস্পতিবার রাতে মশার উপদ্রুপ থেকে রক্ষার জন্য গরুর ঘরে দিয়েছিল আগুনের ধোঁয়া। গভীর রাতে ওই ধোঁয়া থেকে ঘরে আগুন লেগে যায়। বাড়ির লোকজন তখন ঘুমে অচেতন। রাত ৪টায় পোড়া গন্ধ ও আগুনের লেলিহান শিখায় ঘুম ভাঙ্গে জালাল ও তার পরিবারের লোকজনের। ততক্ষণে আগুনের তান্ডবে ঘরে থাকা পাঁচ গাভীর মধ্যে তিনটির মৃত্যু হয়েছে। আর দুইটির শরীরের বিভিন্ন অংশ আগুনে জলছে গেছে। পুড়ে মারা গেছে ঘরে থাকা অনেক গুলো হাঁস মোরগ। কৃষক জালাল জানায়, শেষ সম্বল জমি বিক্রি করে বিদেশী জাতের মূল্যবান গাভী গুলো ক্রয় করেছিল সে। গাভীর দুধ বিক্রির টাকায় তার সংসার চলত। এখন না খেয়ে থাকতে হবে। আগুনে তার শেষ সম্বল গুলো পুড়ে ছাড়খার করে দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares