Main Menu

সরাইলে ট্রান্সফরমার চুরির হিড়িক, সেচ কাজে বাধা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোরো জমির সেচ কাজে জড়িত চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে বিঘ্নিত হচ্ছে বোরো জমির সেচ কাজ।
পুলিশ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবি) সরাইল উপজেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্র জানায় গত বৃহস্পতিবার দিরাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের বোরো ফসলি মাঠের  ১০০ কেভি এ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এতে সৈয়দটুলা গ্রামের মাঠের জমিতে সেচ কাজ বন্ধের পাশাপাশি রাত থেকে ওই গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়েছে।
এছাড়া গত ১৫ দিনে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল, নাইজুরখালপাড় ও ঘাগড়াজুর এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
বিউবি’র সরাইল উপজেলার নির্বাহী প্রকৌশলী মো.মোশারফ হোসেন জানান একটি ট্রান্সফরমার চুরি হলে ১০/১২ দিন সময় লাগে এটি পুনস্থাপন করতে। কিন্তু একই উপজেলায় বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকলে এত ট্রান্সফরমার পাব কোথায়।
সরাইল থানার ওসি মো.আলী আরশাদ বলেন ট্রান্সফরমার চুরির সাথে জড়িতদের ‎চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।






Shares