Main Menu

সরাইলে ভ্রাম্যমান আদালত দুই মাদক পাচারকারির ছয় মাসের জেল

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল   —  সরাইলে ভ্রাম্যমান আদালতের বিচারিক দুই মাদক পাচারকারীর প্রত্যেককে ছয় মাসের জেল দিয়েছেন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ রায় প্রদান করা হয়। পুলিশ জানায়, গত বুধবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ নামক স্থানে সরাইল থানার এ এস আই মোঃ ইসমাঈলের নেতৃত্বে পুলিশ যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সায় অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার নূরপুর গ্রামের ফজল মিয়ার ছেলে হৃদয় (১৯) ও শাদ মিয়ার ছেলে শরীফ (১৮)। তারা জানায়, আখাউড়া উপজেলার মাদক ব্যবসায়ী কালু মিয়ার সাথে তাদের চুক্তি হয়েছে। বিজয়নগর থেকে গাঁজার প্যাকেটটি ঢাকার আবদুল্লাহপুরে পৌঁছিয়ে দেওয়া তাদের দায়িত্ব। তারা দীর্ঘদিন ধরে এ কাজ করছেন। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ এমরান হোসেন তাদের প্রত্যেককে ছয় মাসের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।






Shares