Main Menu

সরাইলে তিন সিএনজি ছিনতাইকারী গ্রেপ্তার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল
সরাইলে তিন সিএনজি ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেছে জনতা। গত শনিবার রাতে উপজেলার রসুলপুর এলাকা থেকে ছিনতাইয়ের পর সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের ধরে ফেলে স্থানীয় লোকজন। গণধোলাইয়ের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সিএনজি চালক রসুলপুর গ্রামের আদিবরের পুত্র হুমায়ুন মিয়া (২০) যাত্রী নামিয়ে আজবপুর থেকে রসুলপুর আসছিল। পূর্ব থেকেই পথিমধ্যে নির্জন স্থানে উৎপেতে বসেছিল একদল ছিনতাইকারী। যাত্রী বেশে তারা সিগনাল দিয়ে সিএনজিটির গতিরোধ করে। তড়িৎ চালকের হাত পা গামছা দিয়ে বেঁধে পাশের ধান ক্ষেতে ফেলে দেয়। পরে চার জনে মিলে সিএনজিটি নিয়ে চম্পট দেয়। চালক দাঁতদিয়ে কামড়িয়ে হাতের বাঁধ খুলে ফেলে। রসুলপুর মোড়ে তার পরিচিত স্বজনদের মুঠোফোনে বিষয়টি জারিয়ে দেয়। তারা সড়কে বেড়িকেট দিলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গণধোলাই দিয়ে আশুগঞ্জের আন্দিদিল গ্রামের আবুল বাশারের ছেলে লিটন মিয়া (২০), সরাইলের বেড়তলা গ্রামের শুক্কুর আলীর ছেলে মোক্তার হোসেন (২০) ও জয়নাল (১৮) কে পুলিশে সোপর্দ করে। চালক হুমায়ুন বাদী হয়ে সরাইল থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।



(পরের সংবাদ) »



Shares