Main Menu

বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ =জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে গত সোমবারের ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা হয়।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত-শিবির ও ইসলামী ঐক্যজোটের স্থানীয় নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলটি উপজেলা নির্বাচন কার্যালয় হয়ে নির্বাহী কর্মকর্তার দপ্তর অতিক্রম করার সময় পেছন থেকে ককটেল বিস্ফোরন  ঘটানো হয়। একই সময়ে নির্বাহী কর্মকর্তার দপ্তর ও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে অবরোধকারিরা। এতে উপজেলা নির্বাহী কর্মর্তার দফতরের অফিস সহকারী মো. ইকবাল হোসেন, পুলিশ কনস্টেবল কাজী জালাল (নং-৫০০) ও শাহ আলম (নং-২৮০) আহত হয়। ওই দিন দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের প্রাতবাজার এলাকায়ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা জামায়াতে ইসলামের আমীর কুতুব উদ্দিন, সম্পাদক মো. এনাম খাঁ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, সাবেক সভাপতি মো. তারেকসহ উপজেলা জামায়াত শিবিরের ৬ নেতার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার আতঙ্কে গতকাল মঙ্গলবারের অবরোধে উপজেলা জামায়াত-শিবিরের কোন কর্মীকে মাঠে দেখা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ  জানান, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, কেবল তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। কে কোন রাজনৈতিক দলের তা আমরা জানিনা’।






Shares