Main Menu

সরাইলে সড়ক ডাকাত দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার-২

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : সরাইলে দেশীয় অস্ত্র দুই সড়ক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে কালিকচ্ছের ধরন্তী এলাকার পুটিয়া ব্রীজের নিকট থেকে জনতার সহযোগীতায় ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৯টায় সরাইল-নাসিরনগর সড়কের পুটিয়া ব্রীজের নিকট একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। নদীর তীরে অবস্থানকারী স্থানীয় মৎস জীবিরা বিষয়টি আঁচ করতে পেরে ডাকাতদের ধাওয়া করে। এ সময় তারা দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। সড়কে টহলে নিয়োজিত সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শওকত হোসেন ও উপ-সহকারী পরিদর্শক মোঃ ইসমাইল মিয়া ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষনে জনতা গনধোলাই দিয়ে ডাকাতদের পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কিরিছ, চাপাতি, বল্লম সহ অনেক দেশীয় অ¯্র উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত চিহ্নিত দুই ডাকাত হচ্ছে- সদর উপজেলার ভাদুঘর এলাকার কালামুন্সির বাড়ির রতন মিয়ার ছেলে মানিক (২৫)। সে বর্তমানে সরাইল সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের উজ্জ্বল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। অপর জন গুনারা গ্রামের সুন্দর আলীর ছেলে একাধিক মামলার পলাতক আসামী হারুন (১৯)।






Shares