Main Menu

সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

+100%-
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ডাকা হয়েছে অভিভাবক সমাবেশ। গতকাল বিকেলে উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমূখ। অতিথিরা বিদ্যালয়ের দশজন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা সনদ তুলে দেন। প্রধান অতিথি বলেন, আমি এ বিদ্যালয়ের ছাত্র। ১৯৮৪ সালে আমি এ বিদ্যালয়ে ব্যবস্থাপনা পরিষদের সদস্য নির্বাচিত হয়। আর এখান থেকেই আমার রাজনৈতিক জীবনের সূচনা। কৃতি শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানান। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অধ্যবসায়ই শিক্ষার্থীদের একমাত্র তপস্যা হওয়া প্রয়োজন। জীবনে সফলতা লাভ করতে হলে পড়া লেখার কোন বিকল্প নেই। পড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে দেওয়ার অঙ্গিকার করেন তিনি।« (পূর্বের সংবাদ)Shares