Main Menu

সরাইলে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে বুধবার সন্ধ্যায় উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারী ও উচালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরাইল-নাসিরনগর সড়কের উপর হাসপাতাল মোড়ে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন হেফাজত ইসলামের নেতা জহিরুল ইসলাম,হাফেজ আব্দুল আলিম, মাওলানা ইদ্রিস, মাওলানা আব্দুর রাকিব, মুফতি ইলিয়াস, মাওলানা তামিম এবং মাওলানা মাহফুজ। বক্তাগণ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করেন।« (পূর্বের সংবাদ)Shares